কাঞ্চনজঙ্ঘার ঝঞ্ঝাট - ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়



স্বারসংক্ষেপ: বাবলু মিত্তিরের বাগানে অপেক্ষা করছে অন্যদের আসার জন্য। এমন সময় সে পাশের জঙ্গল থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। কাছে দিয়ে দেখে একজন মধ্যবয়স্ক লোক কাঁদছে। বাবলু তার কাছে জানতে পারে যে তার মেয়ে প্রায় এক সপ্তাহ ধরে অসুস্থ। কিন্তু কারখানা বন্ধ হয়ে যাওয়াতে তার হাতে একটি টাকাও নেই, ফলে সে বাড়ি যেতে পারছে না। তার বাড়ি দার্জিলিং-এ। বাবলু তাকে ৫০০ টাকা দেয় বাড়ি ফেরার জন্য কিন্তু বাবলুর কি মনে হয়, সেও সেদিন দার্জিলিং যাবার জন্য টিকিট কেটে আনে এবং যাত্রা শুরু হয় পাণ্ডব গোয়েন্দাদের দার্জিলিং এর উদ্দেশ্যে। এই যাত্রাটা পাণ্ডব গোয়েন্দাদের নিছকই একটা আনন্দ যাত্রা হতে পারত কিন্তু তার আর হলো না। যাত্রা পথের তারা একটি খুনের সাথে জড়িয়ে পড়ল। যদি সেটা বড় কোন বিষয় ছিল না। কিন্তু দার্জিলিং-এ গিয়ে হঠাৎ-ই রামলালের অর্থাৎ যাকে বাবলু ৫০০ টাকা দিয়েছিল, তার সাথে দেখা হয়ে যায় আর অতিথি হিসেবে বাবলুরাও তাদের বাড়িতে বেড়াতে যায়। সেখানেই হয় বিপদ। একজন লামা রামলালের মেয়েকে তুলে নিয়ে যাবার সময় পঞ্চুর কামড়ে মৃত্য হয়। পরে জানা যায় সেই লামা হলো মারাত্মক একজন অপরাধী। ব্যাস শুরু হলে গেল পাণ্ডব গোয়েন্দার বিপদ। কিন্তু কোন বিপদই যে পাণ্ডব গোয়েন্দাদের কাছে বিপদ নয় আর কোন বাঁধাই যে তাদের কাছে কোন বাঁধা নয় তা তারা এবারও প্রমাণ করে।

ডাউনলোড: Epub Or Mobi Or PDF
সৌজন্যে: শিশুকিশোর।
+